Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

মাদকের বস্তা ফেলে পাচারকারিরা দৌড়ে ভারতের ভেতরে ঢুকে পড়ে

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০১:৫০ পিএম

যশোরের চৌগাছা থানার আন্দুলিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

রবিবার (২৬ জুলাই) বিকেলে সীমান্তের দৌলতপুর মাঠের মধ্যে ৪৪ নম্বর মেইন পিলার পিলার সংলগ্ন বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তর থেকে ফেনসিডিল ও গাঁজার চালানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি ।

আন্দুলিয়া ক্যাম্পের কমান্ডার সুবেদার হারাধন বলেন, “কিছু চোরাকারবারি মাদকের একটি চালান ভারত সীমান্ত পার করে বাংলাদেশে আনছে, এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালালে ৩-৪ জনের একটি চোরাকারবারি দল কয়েকটি বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো ক্যাম্পে নিয়ে আসা হলে তার মধ্য থেকে ৫৭০ ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা পাওয়া যায়।” 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা ৫৭০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা মালিক বিহীন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x