নেত্রকোনার মদন উপজেলায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জুলাই) উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। পরে মঙ্গলবার (২৮ জুলাই) ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী বাড়িতে না থাকায় রবিবার রাতে তিনি নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে গভীর রাতে মো. কামরুল (৪২) কৌশলে তার ঘরের দরজা খুলে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে কামরুল পালিয়ে যান।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হেপেন মিয়া জানান, কামরুল দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে থাকেন। গতকাল ধর্ষণের খবর শুনেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস আই মমতাজ উদ্দিন জানান, ওই নারী নিজে বাদী হয়ে কামরুলকে আসামি করে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। ওই নারীকে ডাক্তারি পরিক্ষার জন্য মঙ্গলবার নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।