Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পদ্মার ভাঙনের কবলে শিমুলিয়া ফেরিঘাট

ঈদের ছুটিতে ইতোমধ্যে যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৮:০১ পিএম

রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে। এ কারণে ঘাটটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে ফেরিঘাটের সামনের রাস্তা ভাঙতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অথবা শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষের কেউই কোনো ব্যবস্থা নেয়নি।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়েত আহমেদ।

তিনি বলেন, পদ্মায় তীব্র স্রোত থাকায় এখন ৫টি ফেরি চলাচল করছে। সকালে ৮টি ফেরি চলতে পেরেছিল। ৩ নম্বর ফেরিঘাট বন্ধ আছে। মাত্র ৫টি ফেরি চলার কারণে ২ নম্বর ঘাটটিও ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এখন শুধু ১ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদের ছুটিতে ইতোমধ্যে যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। বর্তমানে ঘাটে দুইশ' থেকে আড়াইশ' যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

   

About

Popular Links

x