নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নাজরিন বেগম (২৫) ও তার মেয়ে সোনালী (৩)। নাজরিন একই গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় মা ও মেয়েকে সাপে কামড় দেয়। রাতেই স্থানীয়রা ওঝা দিয়ে তাদের ঝাড়ফুঁক করান। পরে বুধবার (২৯ জুলাই) সকালে তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।