Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বোরকায় ঢেকে হেরোইন বিক্রি করে বেড়াতেন তিনি!

দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে নিষিদ্ধ মাদক হেরোইন বাংলাদেশে এনে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে হেরোইনসহ পিংকি আক্তার (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১১)। তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২ টায় র‍্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানার  দেলপাড়া এলাকা থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পিংকি আক্তার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান,  গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশপাশের এলাকায় বোরকায় ঢেকে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে নিষিদ্ধ মাদক হেরোইন বাংলাদেশে এনে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। মাদক ব্যবসাই তার একমাত্র পেশা। 

পিংকির বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

   

About

Popular Links

x