রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের খেলার মাঠে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে চৌপাকিয়া খেলার মাঠে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টরটি জরুরি অবতরণ করা হয়। এসময় হেলিকপ্টরে থাকা যাত্রীসহ পাইলট অক্ষত ছিলেন।
এদিকে, হেলিকপ্টারটিকে একনজর দেখার জন্য এলাকাবাসী এসে ভিড় জমায়। বেশ কিছু সময় অপেক্ষা করে সন্ধ্যায় আবহাওয়া অনুকূলে আসার পর হেলিকপ্টারটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে ওসি মাহবুবুল আলম জানান।