Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিরামপুরের ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

এখন পর্যন্ত বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৪ জন

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৯:১২ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রিপোর্ট থেকে বিষয়টি জানা গেছে।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী।

তিনি বলেন, ইউএনও পরিমল কুমার সরকারের শরীরে জ্বর অনুভূত হওয়ায় মঙ্গবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। আজ (বুধবার) পাওয়া রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ সনাক্ত হয়। এছাড়াও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান আল ইমরান রাজুসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৪ জনে।

ইউএনও পরিমল কুমার সরকার বলেন, “গত দুই দিন থেকে আমার শরীরে জ্বর, গা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিলো। গতকাল করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম, আজ পজিটিভ ধরা পড়ে। আমি এখন নিয়ম মেনেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেব।”

   

About

Popular Links

x