Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৭২

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০২:৩৪ পিএম

দেশে  বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ আরও জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৭৭২  জন শনাক্ত হয়েছেন। 

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ড. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২,৬১৪ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭৭২ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৭,৬৬১ জনে। এদিকে নতুন করে  জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৩,১১১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন  ২,১৭৬জন ফলে, এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১,৩৫,১৩৮ জন  বলেও জানান তিনি।  

 


About

Popular Links