Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদে মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রে বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠান তিনি

আপডেট : ০১ আগস্ট ২০২০, ০১:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যান্য অনুষ্ঠানের মত প্রধানমন্ত্রী শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব কেএম সাখাওয়াত মুন ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

   
Banner

About

Popular Links

x