Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

মহামারি চলাকালীন সবাইকে সাবধানে থাকার আহ্বান মাশরাফির

কিছুদিন আগে করোনভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক 

আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৪:২০ পিএম

চলমান করোনাভাইরাস মহামারিতে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা।

শনিবার (১ আগস্ট) মামা ও ভাইকে সাথে নিয়ে সদর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন। এ সময় তিনি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে করোনাভাওরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান।

করোনাভাইরাসের কারণে ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হওয়ায় নড়াইলের কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ নেতা গোলাম নবী, মাশরাফির মামা নাহিদুল ইসলাম, ভাই সিজার, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদসহ অনেকে জামাতে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন মওলানা আব্দুর রশীদ।

 উল্লেখ্য, কিছুদিন আগে করনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। কয়েকদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেন তিনি।

   

About

Popular Links

x