Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্য অধিদপ্তর: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৩:৩৫ পিএম

দেশে রবিবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৪৩ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, গতবছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এসময় ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

সরকারি পরিসংখ্যান অনুসারে, এডিস মশাবাহিত এই রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।

About

Popular Links