Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

গবেষণা: সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়

সহজেই সবাইকে বিশ্বাস করেন, এমন ব্যক্তিদের হৃদযন্ত্রজনিত রোগও অনেক কম

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৬:২৮ পিএম

সন্দেহপ্রবণ মানুষ অল্পদিন বাঁচেন। সম্প্রতি প্রায় ২৪ হাজার মানুষের ওপর গবেষণা করে এ তথ্য পেয়েছেন সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির একদল শিক্ষক।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা করা হয়েছে এমন মানুষের মধ্যে ৩৭ ভাগ সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে। ৫৮ ভাগ অন্যকে বিশ্বাস করে না। আর ৫ ভাগ মানুষ কোনও উত্তর দিতে পারেনি।

গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের মৃত ব্যক্তিদের তালিকা তুলে ধরে বলা হয়েছে, জীবদ্দশায় ইতিবাচক চিন্তাভাবনার মানুষরাই বেশিদিন বেঁচে ছিলেন।

গবেষণাটিতে আরও বলা হয়েছে, সন্দেহপ্রবণ মানুষের তুলনায় যারা অন্যকে বিশ্বাস করেন, তারা বেশিদিন বাঁচেন। যারা অন্যকে ক্ষমা করতে পারেন, তারাও বেশি দিন বাঁচেন।

এমনকি, যারা সহজেই সবাইকে বিশ্বাস করেন সেসব ব্যক্তিদের হৃদযন্ত্রজনিত রোগও অন্যদের তুলনায় প্রায় ১৩ ভাগ কম। 

অন্যের প্রতি বিশ্বাস জীবনের উন্নতির ক্ষেত্রে অনেকটাই সহজ ওঠে বলেও গবেষণাটিতে দাবি করেছেন স্টকহোম ইউনিভার্সিটির গবেষকরা। 


About

Popular Links