Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত অধ্যাপক আনু মুহাম্মদ

বর্তমানে তিনি ও তার স্ত্রী রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৯:১৬ পিএম

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ও তার স্ত্রী রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২ আগস্ট) রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে শনিবার ঈদের দিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল জানতে পারেন তিনি।

রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন জানিয়ে এক ফেসবুক পোস্টে বাংলাদেশ পোশাক শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার জানান, শনিবার ঈদের দিন রাতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। 

এর আগে গত ২৮ জুলাই করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী শিল্পী বড়ুয়া বাপ্পী, এমনটিও ওই ফেসবুক পোস্টে জানান তাসলিমা আখতার। 

About

Popular Links