Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও করোনভাইরাসে আক্রান্ত

বর্তমানে তিনি নিজের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১০:০৮ এএম

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া ছিদ্দিকার করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও ফৌজিয়া ছিদ্দিকা জানান, গলা ব্যাথার কারণে গত ৩০ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। রবিবার রাতে তার করোনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। সেখানে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এখন কোনো উপসর্গ নেই বলেও জানান ইউএনও।

ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “ইউএনও ফৌজিয়া ছিদ্দিকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্রা‏হ্মণপাড়া উপজেলায় ৭৭ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ জন। নয়জন রোগী চিকিৎসাধীন আছেন।”

About

Popular Links