Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

হবিগঞ্জের হাওরে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২

নিখোঁজদের সন্ধানে হাওরে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৪:৫৬ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে নৌকা ডুবে দুলন আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিহত দুলন আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার আজমিরীগঞ্জের শিবপাশা থেকে একটি ছোট ইঞ্জিনের নৌকা নিয়ে ৭ জন যাত্রী রহমতপুরে তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। নৌকাটি বানিয়াচংয়ের মুরাদপুর হাওরে গিয়ে প্রবল ঢেউয়ের কবলে পড়লে ডুবে যায়। যাত্রীদের অনেকেই সাঁতরে আশপাশের বাড়িতে উঠলেও কিছুক্ষণ পরে এক নারীর মরদেহ ভেসে ওঠে। নিখোঁজ হন আলী নূর নামে এক ব্যক্তি ও তার ৩ বছরের ছেলে খোকন।

বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে হাওরে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

About

Popular Links