Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ময়লার ভাগাড়ে মিললো নবজাতকের লাশ

এক ছিন্নমুল শিশু ময়লার ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় মৃত ওই নবজাতককে দেখতে পায়

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:৩৫ পিএম

বগুড়া শহরের এক ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা দেড়টার দিকে শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি সংলগ্ন পৌরসভার ময়লার ভাগাড়ে কাগজের কার্টুন থেকে লাশটি উদ্ধার করা হয়।

সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকার মুদি দোকানদার মনির হোসেন জানান, জোহরের আজানের সময় মোটরসাইকেল করে এসে ২ জন দড়ি দিয়ে বাঁধা কাগজের কার্টুন ময়লার ভাগাড়ে ফেলে দ্রুত গতিতে পালিয়ে যায়। এসময় এক ছিন্নমুল শিশু কার্টুনটি খুলে কাপড়ে মোড়ানো মৃত নবজাতক দেখতে পায়।

বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, “৯৯৯ কল করে এক ব্যক্তি জানালে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করা হয়।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি মামলা) দায়ের করা হয়েছে। শহরের নামাজগড় আন্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে।

   

About

Popular Links

x