প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় দোকানিকে হাতুড়িপেটা করে মাথা ফাটিয়ে দিয়েছে এলাকার চিহ্নিত মাদকাসক্তরা। বৃহস্পতিবার (৬আগস্ট) নড়াইলের চাচুড়ী বাজারে ঘটনাটি ঘটেছে।
মাথায় মারাত্মক জখম নিয়ে ওষুধের দোকান মালিক বিপ্লব কুমার সাহা বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে একদল যুবক চাচুড়ী বাজারে বিপ্লব সাহার দোকানে গিয়ে উচ্চমাত্রার ১০টি ঘুমের ওষুধ চায়। এ সময় দোকানদার বিপ্লব বাড়িতে ছিলেন। দোকানের কর্মচারি ওষুধগুলো বিক্রি করা যাবে কিনা জানতে মালিকের কাছে ফোন করেন। জবাবে তিনি প্রেসক্রিপশন ছাড়া সেগুলো বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত মাদকসেবীরা।
বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বাজারে আসার পথে তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করে তারা। পরে পথচারীরা আহত বিপ্লবকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনার পর বাজারের সব ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন।
এসোসিয়েশনের চাচুড়ী বাজারের সভাপতি অসিকুর রহমান বলেন, “এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা দোকান খুলবে না।”
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হরি দাস বলেন, “ঘটনাটি শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”