Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫১

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০২:৩৮ পিএম

দেশে  বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে শুক্রবার (৭ আগস্ট)  পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২৮৫১ জন শনাক্ত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট)  দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ড. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় টি ৮৪ টি ল্যাবে ১২,৬৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ২,৮৫১ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২,৫০২ জনে। যা গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় ২২.৪৫%। মোট শনাক্তের ২০.৪০%।

এদিকে নতুন করে ২৭  জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৩,৩৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন  ১,৭৬০ জন ফলে, যা ২৪ ঘণ্টায় শনাক্তের ভিত্তিতে ৫৭.৬৬%।

 এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১,৪৫,৫৮৪  জন বলেও জানান তিনি।  তিনি আরও বলেন, “নতুন করে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং  ৩ জন নারী।  শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ %। ”


   

About

Popular Links

x