Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে করোনাভাইরাসে কাউন্সিলর রোশনা বেগমের মৃত্যু

গত ২ আগস্ট বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১২:৫৫ পিএম

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোশনা বেগম।

 শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর। দুই সন্তানের জননী রোশনা বেগমের বাড়ি পৌরসভার সোপাতলা গ্রামে। 

পৌর মেয়র জানান,  গত ২ আগস্ট শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তার করোনাভাইরাস শনাক্ত হয়৷ হার্ট ও কিডনিজনিত সমস্যাসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি।

 শনিবার সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে এবং  এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৫৮৩। 

About

Popular Links