Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

খালে ভাসছিল নারীর লাশ

‘লাশের সঙ্গে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়’

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৯:৪২ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুদপুর খাল থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে খালের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত লাশটি চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের হোসেনপুরের মনু জাহান মনির (৪৫) বলে শনাক্ত করা হয়েছে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সকালে উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুদপুর খালে কচুরিপানার মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীরা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত নারীর গ্রামের বাড়ি চাটখিল। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি বলেন, “নিহত নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। লাশের সঙ্গে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে খালের পানিতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি মামলা হয়েছে।”


   

About

Popular Links

x