Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৮৭

রবিবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০২:৩৫ পিএম

দেশে  শনিবার (৮ আগস্ট) থেকে রবিবার (৯ আগস্ট) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে নতুন করে আরও ২,৪৮৭  জন শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২, ৫৭,৬০০ জনে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তার দেওয়া তথ্য অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ল্যাবগুলোতে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১,০১৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১০,৭৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২,৬০,৩১৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.১২%। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১,৭৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৮,৩৭০ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬০%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।


   

About

Popular Links

x