নোয়াখালী সদরের নোয়াখালী পৌরসভার হাউজিং বালুর মাঠ এলাকায় সময় কবি ও আইনজীবী দেলোয়ার হোসেন মিন্টু কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে আশংকাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি হাঁটতে বের হয়েছিলেন। দেলোয়ার হোসেন মিন্টু নোয়াখালী পৌরসভার মধুসূধনপুরের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া, তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি এবং জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেলোয়ার হোসেন মিন্টু প্রতিদিনের ন্যায় বিকালে হাউজিং বালুর মাঠে হাঁটাহাটি করছিলেন। পরে, সন্ধ্যার সময় ৮-১০ জন দুর্বৃত্ত অতর্কিতে তাকে ঘিরে ফেলে এবং গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হাসপাতালে তাকে দেখতে যায়।
তিনি আরও বলেন, “হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।”