Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাবাকে নদী পার করে আনতে গিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

নদীতে মাঝি না থাকায় বাবা মিন্টু মিয়াকে নদীর ওপার থেকে আনতে নিজেই নৌকা চালিয়ে যাচ্ছিল রাশেদুল

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:১৭ পিএম

বগুড়ার ধুনটে বাবাকে নদী পার করে আনতে গিয়ে নৌকা ডুবে রাশেদুল ইসলাম (১৭) নামে এক বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার নিমগাছির নান্দিয়ারপাড়া গ্রামে বাঙালি নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাক প্রতিবন্ধী রাশেদুল ইসলাম নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে বাঙালি নদীর শাখার ঘাটে নৌকা থাকলেও মাঝি ছিল না। রাশেদুল তার বাবা মিন্টু মিয়াকে নদীর ওপার থেকে আনতে নিজেই নৌকা চালিয়ে যাচ্ছিল। মাঝ নদীতে গেলে প্রবল স্রোতে হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবির সাথে সাথে সাঁতার না জানা রাশেদুল তলিয়ে নিখোঁজ হয়। এ সময় মিন্টু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা নদীতে জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাশেদুলের মৃতদেহ উদ্ধার করে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x