যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) দু’পক্ষের সংঘর্ষে তিন তরুণ মারা গেছে। নিহতরা হলো- পারভেজ হাসান রাব্বী (১৮), রাসেল ওরফে সুজন (১৮) ও নাঈম হোসেন (১৭)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর জেনারেল হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাভেল ও রবিউলের গ্রুপ আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে পাভেল গ্রুপের পারভেজ হাসান রাব্বী (রেজিস্ট্রেশন নম্বর-১১৮৫৩) ও রাসেল ওরফে সুজন (রেজিস্ট্রেশন নম্বর-৭৫২৪) এবং রবিউল গ্রুপের নাঈম (রেজিস্ট্রেশন নম্বর-১১৯০৭) গুরুতর আহত হয়। কর্তৃপক্ষ তাদের সন্ধ্যা ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল লাইছ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।