মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুকুরে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উত্তর গুহেরকান্দি গ্রামের একটি পুকুরে নৌকা ডুবে তারা মারা যায়।
নিহত তিন শিশু হলো- সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জলের ছেলে মো. আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিমের মেয়ে হাফসা (৭) ও ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১০ দিন আগে আরাফাতের সুন্নতে খৎনা হয়। দুইদিন আগে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের বাসায় আত্মীয়রা বেড়াতে আসে। শুক্রবার বিকালে ৮-৯ জন শিশু একটি নৌকা করে ঘুরতে বের হয়। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ এই তিন শিশুকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।”
তিনি জানান, মৃতদের মধ্যে দুইজনকে মুন্সীগঞ্জে দাফন সম্পন্ন হয়েছে এবং তন্দ্রার মৃতদেহ ঢাকায় নেওয়া হয়েছে।