Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

একসঙ্গে তিন কন্যার জন্ম দিলেন নারী, নেই চিকিৎসার সামর্থ্য

‘তাদের শিশু বিশেষজ্ঞ দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু টাকা না থাকায় তারা ডাক্তার দেখাতে পারেননি’

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৮:৪৩ পিএম

অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন হবিগঞ্জের মাধবপুরে রহিমা বেগম নামের এক নারী। বুধবার (১৮ আগস্ট) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি সন্তানগুলো প্রসব করেন।

রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। তার চার বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে।

ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক নাইস খাতুন জানান, তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো, প্রসূতি নারীও সুস্থ আছেন। 

তিনি বলেন, “সিজার ছাড়াই তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব। তিন সন্তানের মধ্যে প্রথম সন্তানটির ওজন এককেজি ৫০০ গ্রাম, দ্বিতীয় সন্তানটির ওজন এককেজি ৭০০ গ্রাম ও তৃতীয় সন্তানটির ওজন এককেজি ৩০০ গ্রাম। তাদের শিশু বিশেষজ্ঞ দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু টাকা না থাকায় তারা ডাক্তার দেখাতে পারেননি।”

মাধবপুর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের সহকারী কর্মকর্তা নারায়ন দত্ত বলেন, “কোনো ধরনের সিজার ছাড়াই তিনটি সন্তান প্রসব করা হয়েছে। মহিলাটি দরিদ্র হওয়ার কারণে কোনো হাসপাতালে না গিয়ে বাড়িতে চলে গেছে, তবে সবাই সুস্থ আছেন।”

   

About

Popular Links

x