রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টায় তার নমুনা পরীক্ষা করতে দেন। এরপর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আজিজুল হক আজাদ তার করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের ব্যক্তিগত সহকারী শফিফুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, “বর্তমানে এমপি নগরীর কাজীহাটাস্থ বাসায় রয়েছেন ও সুস্থ আছেন। তার কোনও উপসর্গ ছিল না। এর আগেও পার্মামেন্টে যাওয়ার আগে তিনবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে তার রিপোর্ট নেগেটিভ এসেছিল।”
এদিকে, শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ২২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ দিন তাদের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৯৯ জনে দাঁড়াল। এদের মধ্যে ২ হাজার ৫৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩৭ জন।