Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁও-২ আসনের এমপি করোনাভাইরাসে আক্রান্ত

বর্তমানে নিজবাড়িতে আইসোলেশনে আছেন এমপি দবিরুল ইসলাম

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১০:৪২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম। রবিবার (২৩ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

তিনি জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

সিভিল সার্জন আরও জানান, রবিবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরো ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

প্রবীণ এই সংসদ সদস্য বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।

এদিনে জেলায় নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংরক্রমণ ধরা পড়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১০ জনে। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে ১৪ জন।

   

About

Popular Links

x