Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আকিজ গ্রুপের পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন শেখ মোমিন উদ্দিন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১০:৪৮ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান শেখ মোমিন উদ্দিন মৃত্যুবরণ করেছেন। তিনি আকিজ ফুটওয়্যার-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে আকিজ ফুটওয়্যার-এর বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।

তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর গত ১২ আগস্ট রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মোমিন আকিজ ফুটওয়্যার অ্যান্ড এসএএফ লেদারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত থাকার পাশাপাশি আকিজ গ্রুপের পরিচালকদের মধ্যে একজন ছিল।

About

Popular Links