সুনামগঞ্জের দিরাই উপজেলায় অজু করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত দু’জন হলো- তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৮) ও সিমরান আক্তার (৬)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে তেতৈয়াগ্রামের পরাছ মিয়ার তিন মেয়ে পাশের বাড়ির এক নারীর কাছে আরবি পড়তে যায়। এরপর অযু করতে তিন বোন পুকুরে গেলে প্রথমে সিমরান পুকুরে পড়ে যায়। তখন সিমরানকে পানি থেকে তুলতে বড়বোন সিমি আক্তার পানিতে নামলে দুই বোনই পানিতে ডুবে যায়। এর পর ছোট বোন বাড়িতে গিয়ে সবাইকে জানালে তারা এসে দেখেন পানিতে ডুবে তারা মারা গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দিরাই সদর থেকে অনেক দূরের গ্রাম হওয়ায় পুলিশ পাঠানো যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করলে আমরা তাদের লাশ স্বজনদের কাছে দিয়ে দাফন সম্পন্ন করতে বলি।”