Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁওয়ে দুই যুবকের পেটে ৩,২৮০ পিস ইয়াবা!

তাদের পায়ুপথ দিয়ে বিশেষ কায়দায় একজনের পেটে তিনটি, আরেকজনের পেটে চারটি ছোট প্যাকেটে করে ইয়াবা প্রবেশ করানো হয়

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১০:০২ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে লাহিড়ীগামী একটি বাসের দুই যাত্রীর পেট থেকে ৩ হাজার ২শ’ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পরে ওই দুই যুবককে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ মো. হাবিবুল হক প্রধান জানান,  বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাহিড়ীগামী শ্যামলী পরিবহনের দুই যাত্রীকে সন্দেহজনক অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে সেখানে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, তাদের পায়ুপথ দিয়ে গত সোমবার বিশেষ কায়দায় একজনের পেটে তিনটি, আরেকজনের পেটে চারটি মোট সাতটি ছোট প্যাকেটে করে ইয়াবা ট্যাবলেট প্রবেশ করানো হয়েছে।

পরবর্তীতে, তাদের ডাক্তারি পরীক্ষার পর মেডিসিন দিয়ে মল ত্যাগের মাধ্যমে সাতটি প্যাকেট বের করা হয়। ওই প্যাকেটগুলো থেকে মোট ৩ হাজার ২শ’ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত দুইজন হলো, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার  বড়পলাশবাড়ী ইউনিয়নের ঝিকরা বেলসারা গ্রামের মিজানুর রহমান (৩৮) ও তরিকুল ইসলাম (২৪)। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের দু’জনকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।   

   

About

Popular Links

x