Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে ৩ অক্টোবর পর্যন্ত

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০১:৩৬ পিএম

করোনাভাইরাসের কারণে কওমি মাদ্রাসা বাদে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী তিন অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা  এমএ খায়ের।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট এ ছুটি শেষ হওয়ার কথা থাকলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ব্যাপারে অভিভাবক ও বিশেষজ্ঞদের দিক থেকে মতামত আসছিলো।

এরআগে, গত ১৬ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের ঘোষণা করা হয়। এরপর ১৭ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

About

Popular Links