ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার দোহারো গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
মৃত শরিফা খাতুন (২২) হোহারো গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। ওসি জাহাঙ্গীর আলম জানান, ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার রাতে তিনি নিজের ঘরে ঘুমান। দিবাগত রাত তিনটার দিকে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়।
শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে শরিফার মৃত্যু হয়। শরিফা খাতুনের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।