শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউর রহমান।
তিনি জানান, ইউএনও ফিরোজ আল মামুন ও তার স্ত্রী তৌফিকুর নাহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই ফিরোজ আল মামুন জ্বর, সর্দি, কাশি, শরীরব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার শেরপুর জেলা হাসপাতালে নমুনা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে তাদের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান জানান, ফিরোজ আল মামুনের করোনার সাথে ডেঙ্গু সংক্রমণও ধরা পড়েছে।