Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

একটি গোখরা সাপ ধরতে গিয়ে দংশিত হন ওই সাপুড়ে

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৭:০১ পিএম

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন ওরফে কালঠুর (৩৬) জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের পেত্মানীর হাট এলাকার আব্দুর রহিমের ছেলে।

কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল জানান, শামিম তার ৩ সহযোগীসহ বানিয়াপাড়া এলাকার সফিকুল ইসলামের বাড়িতে গোখরা সাপ ধরতে যায়। এক পর্যায়ে ওই সাপুড়ে ও তার সহযোগীরা গোখড়া সাপটি ধরে ফেলে। পরে সাপটিকে বস্তায় ভরে বস্তার মুখ বাঁধার সময় সাপটি লাফিয়ে উঠে সাপুড়ে শামিমের বুকে ছোবল দেয়। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে বাড়ির মালিক ও স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার কথা বললেও ঝাড়ফুঁক করে তাকে ভালো করা হবে বলে তার সহযোগীরা জানান। 

কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, ওই সাপুড়ের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বিকালে তার গ্রামের বাড়ির গোরস্থানে দাফন করা হয়।

   

About

Popular Links

x