Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

নদীতে নেমে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

নিহত যুবক সৌখিন মানসিক প্রতিবন্ধী ছিল

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৩:০৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে ডুবে সৌখিন মন্ডল (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেম কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মামুনুর রশিদ।

নিহত সৌখিন কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আফজাল মন্ডলের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মামুনুর রশিদ জানান, সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে নামে সৌখিন। নামার কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতে তলিয়ে যায় সে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মো. মাহফুজুর রহমান মিয়া জানান, “সৌখিন মন্ডল মানসিক প্রতিবন্ধী ছিল। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”


   

About

Popular Links

x