গাজীপুর মহানগরে প্রেমের সম্পর্কের জের ধরে তারা মিয়া (৩১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার রাতে মহানগরের পূবাইল (মাঝুখান) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পাইসকা গ্রামের আবদুল গফুরর মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারীর ছিলেন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন-আকলিমা আক্তার, আরজান বেগম ও মাজেদুল হক।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তারা মিয়া আকলিমা নামের এক নারীর বাড়িতে ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রীর সহকারীর কাজ করতেন। চার বছর আগে আকলিমার স্বামী মারা যান। আকলিমার সঙ্গে তারা মিয়ার অনৈতিক সম্পর্ক আছে বলে এলাকায় প্রচার হয়।
গত চার মাস আগে গ্রাম্য সালিশে সিদ্ধান্ত অনুযায়ী তারা মিয়া আকলিমাদের বাসা ছেড়ে যান। তারপরও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে আকলিমার পরিবার মেনে নেয়নি। পরে শনিবার রাতে মাজেদুল হক ও সহযোগীরা তারা মিয়াকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে মারপিট করেন। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
তারা মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুল।