Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

পুকুরের পানিতে ভেসে উঠলো দুই প্রতিবন্ধী ভাইয়ের মরদেহ

‘ধারণা করা হচ্ছে প্রতিদিনের মতো সোমবার দুপুরেও বাক প্রতিবন্ধী দুই ভাই মাউন ও মারুফ পুকুরে গোসল করতে নেমেছিল’

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:৩২ পিএম

সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ ছিল দুই বাক প্রতিবন্ধী সহোদর মাউন (৭) ও মারুফ (১০)। ছেলেদের বাবা বেলাল হোসেন ভবঘুরে হলেও মা মর্জিনার আর্তনাদে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অনেক খোঁজাখুজির পরও তাদের না পেয়ে মাইকিং করে এলাকাবাসী। কিন্তু কিছুতেই খোঁজ মেলে না দুই ভাইয়ের। শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে ভেসে ওঠে দুই ভাইয়ের মৃতদেহ। 

কুড়িগ্রাম সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়নের নিধিরাম চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটেছে। ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবলু এ তথ্য জানিয়েছেন।

চেয়ারম্যান বলেন, “ধারণা করা হচ্ছে প্রতিদিনের মতো সোমবার দুপুরেও বাক প্রতিবন্ধী দুই ভাই মাউন ও মারুফ পুকুরে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। সে সময় পুকুরে কেউ না থাকায় হয়তো বিষয়টি কেউ খেয়াল করতে পরেনি। মঙ্গলবার ভোরে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।”

পারিবারিকভাবে তাদের লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চেয়ারম্যান।

About

Popular Links