Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

একরামকে ‘হত্যা’ করা হয়ে থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (২ জুন) সকালে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

আপডেট : ০২ জুন ২০১৮, ০৩:৪৩ পিএম

কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হকের ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট যদি একরামের নিহত হওয়ার ঘটনাকে ‘‘হত্যা’’ হিসেবে নিশ্চিত করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

শনিবার (২ জুন) সকালে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

একরামের স্ত্রীর অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনা যদি এ ধরনের ঘটেই থাকে, যদি প্রমাণ হয়, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন অমান্য করে থাকেন, কেউ এ ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৬ মে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরাম নিহত হন। এরপর র‍্যাব দাবি করে, একরাম একজন মাদক ব্যবসায়ী। তবে বৃহস্পতিবার টেকনাফে এক সংবাদ সম্মেলনে নিহত কাউন্সিলর একরামের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের নামে অন্যায়ভাবে তার স্বামীকে ‘হত্যা’ করা হয়েছে।

   

About

Popular Links

x