Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি: কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যখাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে বঙ্গভবনে সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ এএম

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যখাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এই খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।”

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে বঙ্গভবনে সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি। 

সেখানে রুই, কাতলা, পাবদা, গুলশা, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

About

Popular Links