Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

গবেষণা: করোনাভাইরাসের মৃত্যুুঝুঁকি কমায় স্টেরয়েড

কোভিড-১৯ আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তিদের মৃত্যুঝুঁকি প্রায় ২০% পর্যন্ত কমাতে সাহায্য করে স্টেরয়েড

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৩ পিএম

করোনাভাইরাসের কারণে গুরুতর অসুস্থ ব্যক্তিদের মৃত্যুঝুঁকি প্রায় ২০% পর্যন্ত কমাতে সাহায্য করে স্টেরয়েড। ইউনিভার্সিটি অব ব্রিস্টল বিশ্লেষণ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমন্বয়ে নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সাত ধাপে পরীক্ষা শেষে কর্টিকোস্টেরয়েড হিসেবে পরিচিত প্রদাহজনক নয় এমন তিনধরণের হরমোন স্টেরয়েডের ওপর জোর দেওয়া হয় গবেষণাটিতে। 

গবেষণায় বলা হয়েছে, এ স্টেরোয়েড দেওয়ার ২৮ দিনের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের ৩৩% মারা গেছে। যেখানে অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, এমন রোগীদের মৃত্যুর হার ৪১%। অর্থাৎ কর্টিকোস্টেরয়েড দেওয়া রোগীদের প্রতি ১০০০ জনে ৮৭ জন কম মৃত্যুবরণ করে। 

অধ্যাপক জনাথন স্টের্ন বলেন, স্টেরয়েড একটি কম মূল্যের ওষুধ। এটি করোনাভাইরাসে মারাত্মক ক্ষতিগ্রস্তদের মৃত্যুহ্রাসে ভাল ভূমিকা রাখছে। ব্রিটেন, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের পরিচালিত পরীক্ষণগুলি ধারাবাহিকভাবে সেরকমই বার্তা দিয়ে আসছে।

   

About

Popular Links

x