Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর

এই দুই আসনের নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৯ পিএম

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ইসি’র সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর।

এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

ইসি সচিব জানান, এই দুই আসনের নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা যথাক্রমে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে কাজ করবেন।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পরে ঢাকা-৫ আসন এবং গত ২৭ জুলাই আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়।

নির্বাচনী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদীয় উপনির্বাচনের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

About

Popular Links