দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস এন্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে আহত উপজেলা নির্বাহী অফিসারের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন প্রতিমন্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ আহত ইউএনও ওয়াহিদা খারমের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার বিষয়ে ফরহাদ হোসেনকে আশ্বস্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হাসপাতালের পরিচালক উপস্থিত ছিলেন।