Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসক: ইউএনও ওয়াহিদার অবস্থা অস্ত্রোপচারের পর স্থিতিশীল

তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০৫ পিএম

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের এক চিকিৎসক।

হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম বলেন, ‘‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১১ পর্যন্ত অস্ত্রোপচার করার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে। তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।’’

ডা. বদরুল আরও বলেন, ‘‘আইসিইউর চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে তার (ওয়াহিদা) অবস্থা এখন স্থিতিশীল এবং তারা আজ কিছু পরীক্ষা করবেন।’’


আরও পড়ুন- দিনাজপুরের ইউএনও ও তার বাবাকে জখমের ঘটনায় আটক ২


বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র বাসার নাইটগার্ডকে বেঁধে রেখে পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ এবং ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন- ঘোড়াঘাটের ইউএনওকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী


এদিকে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসাদুল হককে (৩৫) শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের হিলির কালিগঞ্জ এলাকা থেকে আটক করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল।

আটক আসাদুল ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের আমজাদ হোসেনের ছেলে। তাকে রংপুরে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফেরদৌস।

   

About

Popular Links

x