Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২৯ মৃত্যু, নতুন শনাক্ত ১,৯২৯

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২১১ জন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫ পিএম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪,৪১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১,৯২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩,২১,৬১৫ জনে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩,৩৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩,০৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬,৫,১১১টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৭৬%। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.০৪%।

নতুন যে ২৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩,৪৫৪ জন বা ৭৮.২৯% এবং নারী ৯৫৮ জন বা ২১.৭১%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৭%।

এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২,২১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২,১৬,১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৭.২২%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।


   

About

Popular Links

x