Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

আতিকুল: ফুটপাত, সড়কে কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক নিলাম

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসি’র প্রতিটি অঞ্চলে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে ডিএনসিসি’র কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসি’র প্রতিটি অঞ্চলে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে।

মেয়র বলেন, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, তাদেরকে মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে।

এছাড়া অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন ডিএনসিসি মেয়র।

About

Popular Links