Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

গণপরিষদের সাবেক সদস্য এমদাদুল বারীর মৃত্যু

১৯৭১ সালে ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমদাদুল বারী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮ পিএম

বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত), সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী মারা গেছেন। 

বার্ধক্যজনিত কারণে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

সৈয়দ এ কে এম এমদাদুল বা‌রীর জন্ম ১৯৩৫ সা‌লের ২৩ ন‌ভেম্বর ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার আখাউড়া উপ‌জেলার ধরখার ইউ‌নিয়‌নের রানীখার গ্রা‌মে। রানীখার প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে তিনি শিক্ষাজীবন শুরু ক‌রেন। তালশহর এআই স্কুল থে‌কে প্রথম বিভাগ পে‌য়ে এসএসসি পাশ ক‌রেন। প্রথম বিভাগ পে‌য়ে উচ্চ মাধ্যমিক পাশ ক‌রেন কি‌শোরগঞ্জ জেলার ভৈরব উপ‌জেলার হাজী আসমত ক‌লেজ থে‌কে। তারপর ঢাকা স‌লিমুল্লাহ এক‌া‌ডেমি থে‌কে রাষ্ট্র‌বিজ্ঞা‌নে অর্নাস ক‌রেন।


আরও পড়ুন - বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই


 প‌রে কু‌মিল্লা থে‌কে এলএলবি পাশ ক‌রেন ও ১৯৬৫ আইন পেশায় নিয়োজিত হন। ১৯৬৬ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৭০ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া-৪ আসন থেকে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নেন এবং বিপুল ভো‌টে গণপরিষদ সদস্য হিসেবে জয়লাভ ক‌রেন। ১৯৭১ সা‌লে ২নং সেক্টরের অধীনে মু‌ক্তি‌যুদ্ধে অংশগ্রহণ ক‌রেছিলেন এমদাদুল বারী।

৭০ দশ‌কে কসবা আওয়ামী লী‌গের সভাপ‌তি ছি‌লেন আর ২০১০ সা‌লে হন ব্রাহ্মণবা‌ড়িয়‌া জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা প‌রিষদ প্রশাসক নিযুক্ত হন ২০১১ সা‌লে। 

এমদাদুল বারী ৭০ এর দশকে কসবা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১০ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়‌া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান তিনি। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা প‌রিষদ প্রশাসক নিযুক্ত হন ২০১১ সা‌লে।

দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন।

About

Popular Links