Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

সকালে উঠে নিজের চা নিজে বানিয়ে খান প্রধানমন্ত্রী

শেখ হাসিনা জানান, গণভবনের পাশের লেকের ধারে বসে ছিপ দিয়ে মাছও ধরেন তিনি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৭ পিএম

সকালে ঘুম থেকে উঠে নামাজ ও কোরআন তিলাওয়াতের পর নিজের চা নিজেই বানিয়ে খান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে সংসদ সদস্য (এমপি) ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “সকালে ঘুম ভাঙার পর আগে জায়নামাজ খুঁজি। নামাজ পড়ি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে।”

এছাড়া ঘুম থেকে ওঠার পর নিজের বিছানা নিজ হাতে গুছিয়ে রাখেন বলে জানান প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা জানান, করোনাভাইরাসের সময় সকালে হাঁটতে বের হন তিনি। এসময় গণভবনের পাশের লেকের ধারে বসে ছিপ দিয়ে মাছও ধরেন তিনি।  

এর আগে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বাবার শিক্ষা-রিকশাওয়ালাকে আপনি করে বলতে হবে। ড্রাইভারকে সাহেব বলতে হবে। বাড়ির কাজের লোকজনকে হুকুম দেওয়া যাবে না। আমরা সেই শিক্ষাই অর্জন করেছি।”

About

Popular Links