করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই ছুটিতে যেন দমবন্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গনযোগাযোগ বিভাগের শিক্ষার্থী গোলাম মাহমুদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের মাহমুদ মিলন, ইংরেজি বিভাগের সাইদুর রহমান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিন্টু খন্দকার প্রমুখ।
তাদের ভাষ্য, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। তাদের বেশিরভাগই টিউশনি করে পড়াশোনার খরচ চালায়। করোনাভাইরাস মহামারির প্রভাবে সবার পরিবারেরই আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন।”
তাই স্বাস্থ্যবিধি মেনে কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেবার দাবি জানান তারা।