Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাবির অফিশিয়াল ফেসবুক পেইজের যাত্রা শুরু

ফেসবুক পেইজটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ খোলা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার সম্মেলন কক্ষে “University of Rajshahi” নামে পেজটির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচলক অধ্যাপক আবু বকর মো. ইসমাইল, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে পেজের অ্যাডমিন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান পেজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পেজ সম্পর্কিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

“facebook.com/rajshahi.university.ac.bd”- এই লিংকের ফেসবুক পেইজটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে  বলা হয়।

About

Popular Links